08 Jan, 2021 23 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লোগো উন্মোচন করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে দলীয় এই লোগো উন্মোচন করা হয় বলে জানান দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন জনান, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ২০২২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাসদের লোগো উন্মোচিত হয়েছে। বিস্তারিত কর্মসূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।