16 Oct, 2020 1531 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
১৪/১০/২০২০ মিরপুরে মধ্যরাত থেকেই চলে পুলিশের তান্ডব প্যানেল প্রত্যাশীদের উপর। ১৫/১০/২০২০ সকাল ৯.৩০ মিনিটে আবারও হিংসাত্মক মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ।যেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল তারা। যৌক্তিক আন্দোলনে সংবিধান অনুযায়ী পুলিশ তাদের আক্রমণ করতে পারে না দাবী করেন প্যানেল প্রত্যাশীরা।।কিছুদিন আগে দেখা যায়, সিলেটে এক উপজেলায় ১১ জন জাল সনদে প্রাইমারি শিক্ষক ধরা পড়েছে। এখন প্রশ্ন সারাদেশে কত আছে?? বাকি রইল নিয়োগ বাণিজ্য। সোশ্যাল মিডিয়ায় অনেকের মন্তব্য করেছেন যে ,নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে তাই প্যানেলের পথে হাঁটছে না অধিদপ্তর।মিরপুর পুলিশি তাণ্ডবের পর টানা ষষ্ঠ দিনের মত এখনও অবস্থান করছে জাতীয় প্রেসক্লাবে প্যানেল প্রত্যাশীরা।কুষ্টিয়া জেলা প্যানেল প্রত্যাশী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃউজ্জ্বল হোসেন রুমেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুখের ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব আমরা।এমনকি সকলের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি সার্টিফিকেট গুলো সরকারকে ফিরিয়ে দিবে।দাবী আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না।প্রয়োজনে আমরন অনশনের হুমকি দেন প্যানেল প্রত্যাশীরা।