17 May, 2021
শিরোনাম

চুক্তির মেয়াদ বাড়ল টাইগার কোচের

 18 Mar, 2021   135 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

উইন্ডিজ সিরিজের আগে অনেকটা তড়িঘড়ি করেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান জন লুইস। চুক্তি ছিল দুই সিরিজের জন্য। প্রথম অ্যাসাইনমেন্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে সফল হলেও, টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিলো দৃষ্টি কটু। তবে সাবেক ডারহাম কোচের উপরই আস্থা রাখছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত লুইসের সঙ্গে চুক্তি থাকলেও, সেটা বাড়ছে মে মাস পর্যন্ত।বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা জন লুইসকেই ব্যাটিং কোচ হিসেবে রাখছি। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে-হোম দুই সিরিজে সে কাজ করবে। এরপর আমরা সিনিয়রদের সঙ্গে কথা বলবো। তারা যদি ইতিবাচক কিছু বলে তাহলে চুক্তি আরো বাড়বে।'


মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের। খেলবে তিনটি ওয়ানডে। চূড়ান্ত হয়েছে সে সিরিজের সূচিও। বায়োবাবল জটিলতা মাথায় রেখে সেই সিরিজটি এক ভেন্যুতেই করার কথা ভাবছে বিসিবি।

আকরাম খান বলেন, 'এখন বায়োবাবল নিয়ে অনেক জটিলতার মুখে পড়তে হয়। তাই আমরা ভাবছি তিনটি ওয়ানডে ম্যাচই এক ভেন্যুতে আয়োজন করার।'

বছরের তিন মাস পার হয়ে গেলেও, এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বিসিবি। শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত পাফরম্যান্স মূল্যায়ন করে এরপর তালিকা দেয়ার কথা রয়েছে।  যেখানে প্রাধান্য দেয়া হবে ক্রিকেটারদের বক্তিগত পছন্দকে।

আকরাম খান বলেন, ‘কেউ যদি কোনো ফরম্যাট খেলতে না চায় আমরা তাকে জোর করতে চাই না। শ্রীলঙ্কা সফরের পরেই আমরা কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকবে তাদের নাম চূড়ান্ত করবো।’

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ