17 May, 2021
শিরোনাম

রমজানে বিশ্ব মুসলিমকে বাইডেনের শুভেচ্ছা

 13 Apr, 2021   120 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি বৈচিত্রময় সমাজ ও গতিশীল আমেরিকা গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। এ খবর দিয়েছে অনলাইন জিনিউজ।

এক বিবৃতিতে জো বাইডেন জানান, জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম। বহু আমেরিকান রোজা রাখবেন। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিলো। মহামারীতে অনেক বন্ধুবান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেননি। অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

জো বাইডেন আরও জানান, মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন। গত রমজান থেকে এ পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের স্মরণ করি আমরা। একই সঙ্গে সামনের দিনগুলো আরো আলোকিত হোক এমন আশা করি।

বাইডেন আরো লিখেছেন, যদিও এবার হোয়াইট হাউজে এই রমজান উপলক্ষ্যে অনুষ্ঠানগুলো ভার্চ্যুয়াল হবে, তবু আমি এবং জিল দু’জনে প্রচলিত হোয়াইট হাউজের ঈদ সেলিব্রেশন আগামী বছর ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে করবো, ইনশাল্লাহ। আমরা আপনাদের পরিবারের জন্য পুরস্কারস্বরূপ এবং অনুপ্রেরণাদায়ী হোক এই মাস, এমন প্রত্যাশা করি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ