26 November, 2020
শিরোনাম

কাকে চুমু খেয়ে ঘুমাতে যেতেন দীপিকা?

 03 Nov, 2020   34 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের ভক্তের অভাব নেই। অসংখ্য তরুণ দীপিকার প্রেমে হাবুডুবু খান। কিন্তু দীপিকা কার প্রেমে হাবুডুবু খেয়েছেন!

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপিকার ছিল অমোঘ টান। এমনকি, তার ঘরের দেওয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল এবং তিনি অভিনেতার ছবিতে চুম্বন করে তবেই ঘুমাতে যেতেন বলে এক সাক্ষাৎকারে জানান দীপিকা পাড়ুকোন।

দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের টান রয়েছে হৃত্বিক রোশনের উপর। ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পাওয়ার পর থেকেই শ্রদ্ধা হৃত্বিকে মগ্ন হয়ে যান বলে জানান। তার ঘরে হৃত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ