29 November, 2020
শিরোনাম

মিশিগানের ভোটই গড়ে দিতে পারে ট্রাম্প-বাইডেনের ভাগ্য!

 04 Nov, 2020   62 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সবশেষ তথ্যমতে, নির্বাচনে ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ফলাফল আসতে বাকি অঙ্গরাজ্যগুলোর মধ্যে বেশিরভাগ জায়গাতেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পরিসংখ্যান অনুসারে, এখনও যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল জানতে বাকি রয়েছে। এর মধ্যে নেভাদা ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন বাইডেন।আর পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনার মতো ব্যাটলগ্রাউন্ড, মিশিগানের মতো গুরুত্বপূর্ণ ভোটব্যাংক ও আলাস্কার মতো অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জল্পনার সবটুকু আলো কেড়ে নিয়েছে মিশিগান। বোদ্ধাদের ধারণা, এই একটি অঙ্গরাজ্যই বদলে দিতে পারে ভোটের সব হিসাব।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ