Wednesday , 8 May 2024
শিরোনাম

উত্তর কোরিয়ায় আরো দুই লাখ মানুষ জ্বরে আক্রান্ত

করোনা মহামারির মধ্যে উত্তর কোরিয়ায় আরো দুই লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

রাষ্ট্রীয় জরুরি মহামারি প্রতিরোধ সদর দপ্তরের বরাতে কেসিএনএ জানায়, শুক্রবার সন্ধ্যার হিসাবে, অন্তত দুই লাখ ১৯ হাজার ৩০ জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা গেছে। এ পর্যন্ত জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার ৬৪০ জন। মারা গেছেন ৬৬ জন।

তবে সংবাদমাধ্যমটি কতোজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তা জানায়নি।

গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এর পর থেকে দেশটিতে ওষুধের স্বল্পতা, অপর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো ও খাদ্য সংকটের কারণে এ রোগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি বাইরের দেশগুলোর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বন্ধ রেখেছে তার সীমান্ত।

Check Also

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x