Saturday , 11 May 2024
শিরোনাম

এন্ডারসনের বিশ্ব রেকর্ড

নিজ মাঠে প্রথম খেলোয়াড় হিসেবে একশ টেস্ট খেলার নজির গড়লেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। গতকাল থেকে ম্যানচেষ্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এই অনন্য রেকর্ডের মালিক হন পেসার এন্ডারসন।
বিশে^র প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাটিতে শততম টেস্ট খেলতে নামেন এন্ডারসন। ২০০৩ সালে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে পর শততম ম্যাচ খেললেন এন্ডারসন।
ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলার মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ১৯৯০ সালে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ৯৪টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
টেন্ডুলকার-পন্টিংকে টপকে এন্ডারসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়ার দারুন সুযোগ রয়েছে ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ১৪ বছরের ক্যারিয়ারে ঘরের মাঠে এখন পর্যন্ত ৯১টি টেস্ট খেলেছেন ব্রড।

Check Also

বাংলাদেশ বিমানের যাত্রী সেবার আরেক সাফল্যের গল্প- ইতালি রিজিওনাল ম্যানেজার জনাব আবদুল্লাহ আল-হোসেন

মালিক মনজুর রোম ইতালি ঘটনার শুরুটা ইতালির নিজস্ব সময় ১১:২০ মিনিটে, ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x