Sunday , 5 May 2024
শিরোনাম

করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ২২৮৫

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮৩৩ জন ঢাকা বিভাগের, ৫৭ জন ময়মনসিংহ বিভাগের, ২১১ জন চট্টগ্রাম বিভাগের, ৪৫ জন রাজশাহী বিভাগের, ২৯ জন রংপুর বিভাগের, ৪৪ জন খুলনা বিভাগের, ৫৬ জন বরিশাল বিভাগের, ১০ জন সিলেট বিভাগের।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৮২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৮৯ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x