Monday , 6 May 2024
শিরোনাম

করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৪, রংপুরে ২, বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) করোনায় ১৩ জনের মৃত্যু হয়। ওইদিন করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৫০ জনের। আর শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x