লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় কাপ্তাই সড়কে বেপরোয়া গতিতে আসা একটি নিবন্ধ বিহীন গাড়ি স্কুলে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।অস্টম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেল পাঁচ যাত্রীবাহি ঐ সিএনজি অটোরিক্সা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে। ১৬ আগস্ট মঙ্গলবার সকালে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে।আহত স্কুল ছাত্রীর নাম তানজিনা হামিদ (১৪)।রাউজান উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের গর্জা- গণির পাড়া গ্রামের প্রবাসী আব্দুল হামিদের মেয়ে এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী। আহত সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রীর নাম পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলে যেতে সড়ক পার হচ্ছিল আহত ছাত্রী তানজিনা হামিদ। এসময় চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথাগামী একটি নিবন্ধনহীন অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পাঁচ যাত্রী নিয়ে পাশের খাদে পড়ে যায় অটোরিকশাটি। এসময় যাত্রী ও চালক আহত হন। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলম বলেন, আহত স্কুল ছাত্রী স্কুলে আসার পথে অটোরিকশা চাপা পড়ে। তিনি বলেন, সড়কে অটোরিকশাগুলো খুব বেপরোয়া গতিতে চলে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হয় তাঁর স্কুলের শিক্ষার্থী ও অন্যান্যরা।নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছি। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান তিনি।