কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইমরানের এক নং ওয়ার্ডের কৃষক আব্দুর রাজ্জাক বাড়ির কয়েলের আগুন থেকে অগ্নিপাতে চারটি ধরো কৃষকের দুইটা গরু পুড়ে গেছে। আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকসা উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে সন্ধ্যা ৮ টার সময় আগুনের সূত্রপাত। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়াল ঘরে রাখা দুইটা বড় গরু আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যুবরণ করে।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল জানান কৃষক আব্দুর রাজ্জাক বাড়িতে না থাকায় তাঁর ছেলে গরু রাখাল গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখে। অসাবধানতাবশত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখায় দুইটা গরু ঝলসে মৃত্যু বরণ করে।
এছাড়াও বসতঘরের দুটি ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।