Monday , 6 May 2024
শিরোনাম

খোকসায় জনশুমারি ও গৃহগণনা পরিদর্শন করলেন ইউএনও

হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধিঃ উন্নত দেশ গড়তে সঠিক পরিসংখ্যানে তথ্য দিন। সঠিক পরিসংখ্যান জনশুমারি ও গৃহগণনা আগামীর উন্নত দেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনশুমারি ও গৃহগণনা অতীব জরুরী। দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের দ্বিতীয় দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস পরিদর্শনে এসে স্থানীয় এলাকাবাসী ও পরিসংখ্যানের গণনাকারীদের সাথে এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের হাওর এলাকার জনসাধারণের জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের সরেজমিনে পরিদর্শনে এসে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য তুলে ধরে সরকারের পরিকল্পনা ও জনগণের প্রাপ্য সঠিক ব্যাক্তিদের হাতে তুলে দিতে সকলের সহযোগিতা চান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, জোনাল অফিসার সদর উদ্দিন, সুপারভাইজার ও গণনাকারীগণ।

পরে উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস স্থানীয় একজনের থানার সকল তথ্য নিয়ে স্টিকার লাগিয়ে নিজের স্বাক্ষর করে নির্ভুল জনশুমারি ও গৃহগণনা তথ্য পূরণ করেন।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x