ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য,জমিদাতা,বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রশিদের নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি স্থাপনা নামকরণের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে অধ্যক্ষ আব্দুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জেনিফার ফারহানা রশিদের নেতৃত্বে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো.আক্তারুজ্জামানের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সকল জমিদাতার নাম ফলক স্থাপন করার দাবিও জানানো হয়।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নয়া দিগন্তের ত্রিশাল সংবাদদাতা মোখলেসুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক আলমগীর কবীর,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংবাদিক এ টি এম মনিরুজ্জামান মনির,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, ত্রিশাল শাখার সভাপতি আনোয়ার সাদত জাহাঙ্গীর ও ফরহাদ আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।