ঢাকা , বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল প্রতাপনগরে ইসলামী ব্যাংক আউলেট শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫ বাংলাদেশ থেকে ভারতে ১ অবৈধ  মানবপাচারকারীসহ ৩ বাংলাদেশি আটক। রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু। ‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মুক্তিযুদ্ধকে সব রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ওপরে রাখতে হবে’ মিরপুরে অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

সাংবাদিক

ওল্ড ট্র্যাফোর্ডে এক দুর্দান্ত ইনিংস খেললেন জো রুট। ফাইন লেগ দিয়ে আলতো ঠেলে দেয়া এক শটের পরই শুরু করলেন উদযাপন—বল সীমানা পেরোনোর আগেই যেন জানতেন, ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে তার নামে।

ভারতের বিপক্ষে চলমান টেস্টে রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি, যা তাকে নিয়ে গেছে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে। রুট এদিন ১৭৮ বলে পৌঁছান কাঙ্ক্ষিত শতকে, যা ছিল তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

এই শতকের মাধ্যমে রুট উঠে এসেছেন টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে। তার চেয়ে এগিয়ে এখন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার (৫১)। লর্ডসে আগের টেস্টে ১০৪ রানের ইনিংস খেলা রুট ম্যানচেস্টারেও ব্যাট হাতে দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।

শুধু শতকই নয়, এই ইনিংসের মধ্য দিয়ে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে রুট এখন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮৬ ইনিংসে তার সংগ্রহ ১৩ হাজার ৩৭৯+ রান, যা দ্রাবিড়ের (১৩ হাজার ২৮৮), ক্যালিসের (১৩ হাজার ২৮৯) ও পন্টিংয়ের (১৩ হাজার ৩৭৮) এর চেয়ে বেশি।

ভারতের বিপক্ষে রুটের এটি দ্বাদশ টেস্ট সেঞ্চুরি, যা কোনো ব্যাটসম্যানের ভারতের বিপক্ষে সর্বোচ্চ। এই তালিকায় তার ঠিক পরেই রয়েছেন স্টিভ স্মিথ (১১), আর তৃতীয় স্থানে পন্টিং, ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্স (৮ করে)। একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায়ও রুট উঠেছেন তৃতীয় স্থানে। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সুনিল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩) এবং স্যার ডন ব্র্যাডম্যানের (ইংল্যান্ডের বিপক্ষে ১৯)।

ওল্ড ট্র্যাফোর্ডে এটি রুটের দ্বিতীয় শতক। আর এই ইনিংসের পথেই তিনিই হয়েছেন এই মাঠে প্রথম ব্যাটার, যিনি টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই মাঠে তিনি খেলেছেন মাত্র ২০ ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে রুটের সেঞ্চুরি এখন ৫৬টি (ওয়ানডেতে ১৮টি)। ফলে হাশিম আমলাকে ছাড়িয়ে তিনি এখন সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় ছয় নম্বরে। তার সামনে রয়েছেন ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) এবং টেন্ডুলকার (১০০)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৮৭৭ Time View

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

আপডেটের সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ওল্ড ট্র্যাফোর্ডে এক দুর্দান্ত ইনিংস খেললেন জো রুট। ফাইন লেগ দিয়ে আলতো ঠেলে দেয়া এক শটের পরই শুরু করলেন উদযাপন—বল সীমানা পেরোনোর আগেই যেন জানতেন, ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে তার নামে।

ভারতের বিপক্ষে চলমান টেস্টে রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি, যা তাকে নিয়ে গেছে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে। রুট এদিন ১৭৮ বলে পৌঁছান কাঙ্ক্ষিত শতকে, যা ছিল তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

এই শতকের মাধ্যমে রুট উঠে এসেছেন টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে। তার চেয়ে এগিয়ে এখন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার (৫১)। লর্ডসে আগের টেস্টে ১০৪ রানের ইনিংস খেলা রুট ম্যানচেস্টারেও ব্যাট হাতে দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।

শুধু শতকই নয়, এই ইনিংসের মধ্য দিয়ে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে রুট এখন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮৬ ইনিংসে তার সংগ্রহ ১৩ হাজার ৩৭৯+ রান, যা দ্রাবিড়ের (১৩ হাজার ২৮৮), ক্যালিসের (১৩ হাজার ২৮৯) ও পন্টিংয়ের (১৩ হাজার ৩৭৮) এর চেয়ে বেশি।

ভারতের বিপক্ষে রুটের এটি দ্বাদশ টেস্ট সেঞ্চুরি, যা কোনো ব্যাটসম্যানের ভারতের বিপক্ষে সর্বোচ্চ। এই তালিকায় তার ঠিক পরেই রয়েছেন স্টিভ স্মিথ (১১), আর তৃতীয় স্থানে পন্টিং, ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্স (৮ করে)। একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায়ও রুট উঠেছেন তৃতীয় স্থানে। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সুনিল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩) এবং স্যার ডন ব্র্যাডম্যানের (ইংল্যান্ডের বিপক্ষে ১৯)।

ওল্ড ট্র্যাফোর্ডে এটি রুটের দ্বিতীয় শতক। আর এই ইনিংসের পথেই তিনিই হয়েছেন এই মাঠে প্রথম ব্যাটার, যিনি টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই মাঠে তিনি খেলেছেন মাত্র ২০ ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে রুটের সেঞ্চুরি এখন ৫৬টি (ওয়ানডেতে ১৮টি)। ফলে হাশিম আমলাকে ছাড়িয়ে তিনি এখন সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় ছয় নম্বরে। তার সামনে রয়েছেন ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) এবং টেন্ডুলকার (১০০)।