ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করছে সরকার জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার তিনজন রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ন্যায়বিচার সবার জন্য, তবু গ্রামীণ দরিদ্ররা এখনো বঞ্চিত বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই আমাদের নেতার নির্দেশ: এম এ মালিক ডিজিটাল কোর্ট ও অনলাইন বিচার: স্বচ্ছতার নতুন দিগন্ত না নতুন সংকট? কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি

পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি

সাংবাদিক

হুট করেই পাকিস্তান দলের বাজে সময় নেমে এসেছে যেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং ধস নামে পাকিস্তান ইনিংসে। ত্রিনিদাদে ২৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারার পর সিরিজ নির্ধারণী খেলায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শুরুতেই তিন ওপেনার সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও অধিনায়ক রিজওয়ান—তিনজনই শূন্য রানে আউট হন। পাকিস্তান ম্যাচ হারে ২০২ রানের বিশাল ব্যবধানে।

এমন লজ্জাজনক হারের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। শোয়েব আখতার ব্যাটসম্যানদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ নিয়ে ঘুরে বেড়ানো যায় না।’

অন্যদিকে বাসিত আলী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে না খেলে। ওরা এমনভাবে মারবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’

হাস্যরসের ছলে অনুষ্ঠানের সঞ্চালক বলেন, বর্তমান ফর্মে আফগানিস্তানের বিপক্ষেও পাকিস্তানের জেতার সম্ভাবনা নেই। জবাবে বাসিত বলেন, ‘আফগানিস্তানের কাছে হারলে দেশে কেউ তেমন কিছু বলবে না। কিন্তু ভারতের কাছে হারলেই সবাই পাগল হয়ে যায়।’

এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সংস্করণে পাকিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। তখন দলে ছিলেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপেও এই দুজন খেলবেন না।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
৭৬৯ Time View

পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি

আপডেটের সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

হুট করেই পাকিস্তান দলের বাজে সময় নেমে এসেছে যেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং ধস নামে পাকিস্তান ইনিংসে। ত্রিনিদাদে ২৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারার পর সিরিজ নির্ধারণী খেলায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শুরুতেই তিন ওপেনার সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও অধিনায়ক রিজওয়ান—তিনজনই শূন্য রানে আউট হন। পাকিস্তান ম্যাচ হারে ২০২ রানের বিশাল ব্যবধানে।

এমন লজ্জাজনক হারের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। শোয়েব আখতার ব্যাটসম্যানদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ নিয়ে ঘুরে বেড়ানো যায় না।’

অন্যদিকে বাসিত আলী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে না খেলে। ওরা এমনভাবে মারবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’

হাস্যরসের ছলে অনুষ্ঠানের সঞ্চালক বলেন, বর্তমান ফর্মে আফগানিস্তানের বিপক্ষেও পাকিস্তানের জেতার সম্ভাবনা নেই। জবাবে বাসিত বলেন, ‘আফগানিস্তানের কাছে হারলে দেশে কেউ তেমন কিছু বলবে না। কিন্তু ভারতের কাছে হারলেই সবাই পাগল হয়ে যায়।’

এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সংস্করণে পাকিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। তখন দলে ছিলেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপেও এই দুজন খেলবেন না।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।