Sunday , 5 May 2024
শিরোনাম

পারমাণবিক যুদ্ধে কেউ জিতবে না, পুতিনের সতকর্তা

পারমাণবিক যুদ্ধ শুরু হলে এ যুদ্ধে কেউ জিততে পারবে না এবং এ ধরনের যুদ্ধ যেন কখনো যেন শুরু না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

সোমবার একটি বিবৃতিতে এমন কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পরমাণু যুদ্ধ বিরোধী একটি চুক্তির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এ চুক্তির শর্তগুলো মেনে চলছে। নিউইয়র্কে এ নিয়ে একটি সম্মেলন হচ্ছে। সেখানে একটি চিঠি পাঠিয়ে রাশিয়ার অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

এদিকে রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা করে। এ দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার পর পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়।

গত ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে পারমাণবিক স্থাপনার দায়িত্বে নিয়োজিত বাহিনীকে তিনি উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন।

ন্যাটো নেতাদের বিবৃতি এবং মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তিনি এমন নির্দেশ দেন।

ওই সময় পুতিনের এ পদক্ষেপকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র। এছাড়া পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে মন্তব্য করে ন্যাটো।

সূত্র: আল জাজিরা

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x