Wednesday , 8 May 2024
শিরোনাম

বাবার সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

জবি প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী সচিব মো. সোলায়মান আলী তালুকদারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে মো. সাবিত সিয়াম। সাবিত সিয়াম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। আজ শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০২০ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আমার বাবাকে গুম করা হয়। চাকরি থেকে অবসরে যাওয়ার সময় ফ্ল্যাট বন্ধক নেওয়ার জন্য বাবার সঙ্গে যাত্রাবাড়ীর স্থানীয় মাসুদ মোল্লা নামে এক ব্যক্তির পরিচয় হয়। মাসুদ মোল্লা বাবার লালবাগের বাসায় যাতায়াত করত। তিনি আমার বাবার নিকট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ফ্ল্যাট বন্ধকের জন্য চুক্তিবদ্ধ হয়। কিছুদিন পর ব্যবসার কথা বলে বাবার পেনশনের ৩৭ লাখ টাকা ঋণ নেয়। সম্পূর্ণ টাকা পাওয়ার পর বাবাকে ফ্ল্যাট থেকে বেদখল করে। এরপর বাবা ওই টাকা ফেরত চাইলে মাসুদ মোল্লা ইসলামি ব্যাংকে ১২ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৭ লাখ টাকার দুটি চেক দেয়। চেক দিয়ে টাকা তুলতে গেলে জানা যায়, দুটি চেকই ভুয়া।’

সাবিত সিয়াম বলেন, ‘এই বিষয়ে ২০২০ সালের ৬ জুলাই আইনি সহায়তার জন্য আমার বাবা যাত্রাবাড়ী থানায় দ্বারস্থ হন। বাবার এই দুঃসময়ে আমার সৎমা মাহফুজা বেগম তাঁকে বাসা থেকে বের করে দেয়। অসুস্থ বাবাকে নিয়ে আমি মিরপুরের বাসায় সুস্থ রাখার চেষ্টা করি। এরপর ২২ ডিসেম্বর থেকে আমার বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান।’

সাবিত সিয়াম আরও বলেন, ‘গত বছরের ২৯ অক্টোবর বাবার সন্ধান চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে আমি নিজে বাদী হয়ে ২৭৩ / ২১ নং মামলা দায়ের করি। বিষয়টি পিবিআই নারায়ণগঞ্জকে দায়িত্ব দিলে আইও আসামি কর্তৃক প্রভাবিত হয় এবং আমার পিতা পাগল হয়ে হারিয়ে গিয়েছে বলে রিপোর্ট করে। কিন্তু আমার বাবা পঙ্গু অবস্থায় করোনাকালীন এ সময়ে কি করে হারিয়ে যায়। সব ঘটনা শুনে, দেখে আমরা নিশ্চিত হলাম তাঁকে গুম করা হয়েছে। আমি আমার পিতার সন্ধান চাই।’

Check Also

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x