Wednesday , 8 May 2024
শিরোনাম

মধুপুরে র‍্যাবের অভিযানে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণাকারী মহিলা গ্রেফতার

সাইফুল ইসলাম টাংগাইল(মধুপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক প্রতারক মহিলাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর সিপিসি-৩ ইউনিট। ১৭ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে মধুপুরের গাছাবাড়ী গ্রামের সোহেল রানার স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে Model Project on Milk Processing, Consultant Group Ltd. এবং MOTIUR-NILMON AGRO LTD নামের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪,৬৫,০০০ টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি স্থানীয় লোকজনের কাছ থেকে তার ব্যবসায় ইনভেস্ট এর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক হইতে ৮ বছর সুদ মুক্ত লোন ৮ বছর পর হইতে ২% মুনাফা হারে লোন দেওয়ার কথা সে স্থানীয় লোকজনকে বলে। বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে ৩ বছর ধরে বহু মানুষকে প্রতারণা করে আসছে বলে জানা গেছে। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল অভিযান পরিচালনা করে প্রতারণাকারী মোছাঃ মনোয়ারা খাতুন (৪৫)কে গ্রেফতার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বহুদিন ধরে বহু নিরীহ মানুষকে পতারণা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x