নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী পিঠা উৎসবেরর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, ২০২৩ রবিবার বিকেলে দুই দিনব্যাপী পিঠা উৎসবের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি সদস্য জনাব মো. জুলফিকার আলী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ড. মোছা. ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জনাব প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুূর উদদীন আহমেদ, মিডিয়া রিলেশন অফিসার জনাব মো. কারশেদ আলম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের প্রধান পিঠা উৎসব ২০২৩ আয়োজক কমিটির আহবায়ক জনাব এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
সমাপনী অনুষ্ঠানে পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্টলের মধ্যে থেকে বাংলা বিভাগ সেরা স্টল পুরস্কারে প্রথম, ইংরেজি বিভাগ সেরা স্টল পুরস্কারে দ্বিতীয়, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগ সেরা স্টল পুরস্কারে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে সংগীত, চারুকলা, কৃষি, মাইক্রোবায়োলজি, আইসিটি, ইইই বিভাগ এবং প্যারী সুন্দর হলের স্টলকেও পুরস্কার প্রদান করা হয়।
এসময় দুইদিন ব্যাপী আয়োজিত পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।