Sunday , 5 May 2024
শিরোনাম

রাণীশংকৈলে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৭ এপ্রিল পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে পথচারি সালমউদ্দিন যাত্রু (৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।

তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৯ টায় তিনি মারা যান। নিহত যাত্রুর বাড়ি পৌর শহরের বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।
এদিকে বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২০) গতকাল মঙ্গলবার সন্ধায় বলিদ্বারা নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হন।

তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
আবার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৬) বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
একই দিন বিকেলে নেকমরদ নয়া মার্কেট এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলার কোরিয়া গ্রামের আব্দুস সালামের মেয়ে (৭) রাস্তা পাড়াপারের সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ৪ মৃত্যু নিয়ে নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x