রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। দেশব্যাপী কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ, জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন- আবাদ তাকিয়া মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন , রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, বনগাঁও দাখিল মাদ্রাসা সুপার হারুন আল রশিদ, চাপোর
পার্বতীপুর দাখিল মাদ্রাসা সুপার রমজান আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,.. শিক্ষাক্ষেত্রে সরকরি-বেসরকারি সকল বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে।…শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে। যদি দ্রুত জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। পরবর্তীতে প্রয়োজনে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক
মোশাররফ হোসেন।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে একটি স্মারকলিপি দেন।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯