রাত পোহালেই ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। জাতির পিতাকে সেদিন স্ব-পরিবারে হত্যা করা হয়। দিনটিকে তাই জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। শেরে বাংলা স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন জানিয়েছেন, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পবিত্র কোরআনখানি, বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হবে।
বাতেন আরও জানান, সর্বমোট ৪ হাজার মানুষের এক বিশাল সমাগম-এর উদ্যোগ নিয়েছে বিসিবি। বাতেনের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল জাতীয় শোক দিবসের সকাল থেকেই বিসিবি প্রধান কার্য্যালয় তথা মিরপুরের হোম অব ক্রিকেটে চলবে পবিত্র কোরআন তেলোয়াত। দুপুর ১২টায় হবে বিশেষ মোনাজাত। আর সাড়ে ১২ টায় শুরু হবে খাবার বিতরণ।