Sunday , 5 May 2024
শিরোনাম

সবচেয়ে ছোট শিশুদের জন্য ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের

মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) সবচেয়ে ছোট শিশুদের ফাইজার ও মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের জন্য শুক্রবার জরুরি অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন এ সংস্থা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য মডার্নার দুই ডোজ এবং ছয় মাস থেকে চার বছর বয়সের শিশুদের জন্য ফাইজারের তিন ডোজ টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। তাদের অনুমোদন বিশ্বব্যাপী সর্বোচ্চ মানদ- বিবেচনা করা হয়ে থাকে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ হচ্ছে আমেরিকাজুড়ে বাবা-মা ও পরিবারের জন্য বড় পরিত্রাণের দিন।’
তিনি আরও বলেন, ভ্যাকসিন গ্রহণ করা ছোট শিশুরা ‘আমাদের দেশকে নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া অব্যাহত রাখতে সহায়তা করবে।’
এফডিএ প্রধান রবার ক্যালিফ একইভাবে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সবচেয়ে ছোট শিশুদের জন্য এসব ভ্যাকসিন তাদেরকে কোভিড-১৯ এর মারাত্মক ছোবল থেকে রক্ষা করবে।বাসস

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x