চকরিয়ায় পিকআপের চাপায় চার ভাই নিহত

অন্যান্য

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় চার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। চকরিয়ার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে একই পরিবারের নয়জন পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। এ সময় তারা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

পিকআপ ভ্যানটি আটক করতে পারেনি পুলিশ। নিহতদের লাশগুলো খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গত রবিবার রাতে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়ার মইক্কারঘোনা ঢালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিকের বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *