Friday , 26 April 2024
শিরোনাম

জাবি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ১৮ বছর পুর্তি উৎযাপন করে।

এসময়ে সভাপতি জাকিরুল ইসলাম বলেন, জাবি সায়েন্স ক্লাব দেশের সবচেয়ে পুরাতন সায়েন্স ক্লাব। বিজ্ঞানের অগ্রযাত্রা সারাদেশের শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে সায়েন্স ক্লাব কাজ করে যাচ্ছে৷ প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে ক্লাবের সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আলমগীর কবির বলেন, ‘ জাবি সায়েন্স ক্লাব ইতোমধ্যে বেশ বড় কিছু আয়োজনের শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তাদের নতুন নতুন আয়োজন সত্যিই প্রশংসনীয়। তাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ প্রত্যাশাই করি৷’

জাবি সায়েন্স ক্লাব ২০০৫ সালে যাত্রা শুরু করে।

প্রসঙ্গত, ‘Commited to exploring the truth’ এই স্লোগানকে ধারন করে ২০০৫ সালের ১৭ আগস্ট বিজ্ঞানভিত্তিক সংগঠন জাবি সায়েন্স ক্লাব যাত্রা শুরু করে৷ নিয়মিত অলিম্পিয়াড, বিজ্ঞান কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x