Saturday , 27 April 2024
শিরোনাম

নবীনগরে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও মজুত রাখায় অর্থদণ্ড

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন।

শনিবার(১৪ মে) নবীনগর সদর পৌর এলাকার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইনের নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন জানান, নবীনগর পৌর বাজারের ০৩ জন ব্যবসায়ী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করে এবং অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ লঙ্ঘনের দায়ে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, তিন ব্যবসায়ী তাদের মজুদকৃত প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল বাজার মূল্যে বিক্রয় করবে মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x