Saturday , 11 May 2024
শিরোনাম

আইপিএলে যাচ্ছেন না তাসকিন

বল হাতে দারুণ সময় পার করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তারই সুফল পেতে চলেছেন হাতেনাতে। বর্তমান সময়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দল তাকে পেতে আগ্রহ দেখিয়েছে। দলটির নাম লখনৌ সুপার জায়ান্টস। এবারই প্রথমবারের মতো আইপিএলে অংশ নিচ্ছে তারা। ইতোমধ্যেই দলটির মেন্টর ও ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর তাসকিনকে দলে ভেড়ানোর জন্য যোগাযোগ করে আগ্রহ দেখিয়েছেন। তবে বিসিবি থেকে তাসকিনকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। বরং বোঝানো হয়েছে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। ফলে এই মুহূর্তে আইপিএলে খেলা হচ্ছে না তাসকিনের।

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার মার্ক উড।লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল তার। এই ইংলিশ পেসারের জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছিল তাসকিনকে। মুলত ইংলিশ পেসার মার্ক উডের বদলিতেই তাসকিনকে দলে পেতে চাইছে লখনৌ। কনুইয়ের ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন মার্ক উড। মেগা নিলামে তাকে সাড়ে ৭ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস।

এই পেসারের আইপিএল না খেলার প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তাসকিনকে লক্ষ্ণৌ চেয়েছিল, সেটা বিসিসিআই থেকে আমাদের জানিয়েছে। এমনকি লক্ষ্ণৌ টিম থেকেও আমাদের ইনফর্ম করেছিল। এই মুহূর্তে আমাদের দুটো টেস্ট এবং একটি ওয়ানডে আছে। আমরা চাইব না সে এই সিরিজ বাদ দিয়ে আইপিএলে খেলতে যাক। আমরা তাকে বলেছি, এই সিরিজ কন্টিনিউ করতে আর সে রাজিও হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘জাতীয় দলের সঙ্গে অন্যকিছু মেলানো উচিত না। জাতীয় দলের কারণে কিন্তু ক্রিকেটারের মূল্য তৈরি হয়েছে। আমার মনে হয় সে জাতীয় দলে খেললে এমন সুযোগ আরও তৈরি হবে।’

তাসকিনের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, ‘তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাসকিনের মতামতের ভিত্তিতে আমরা জানিয়েছি। আমরা বুঝিয়েছি তাকে, সে বুঝেছে এবং সে এটা মেনেও নিয়েছে।’

Check Also

বাংলাদেশ বিমানের যাত্রী সেবার আরেক সাফল্যের গল্প- ইতালি রিজিওনাল ম্যানেজার জনাব আবদুল্লাহ আল-হোসেন

মালিক মনজুর রোম ইতালি ঘটনার শুরুটা ইতালির নিজস্ব সময় ১১:২০ মিনিটে, ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x