Monday , 6 May 2024
শিরোনাম

আওয়ামী লীগ আগামী শনিবার রাজধানীতে সমাবেশ করবে

আগামী শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। দলীয় এক সূত্র আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

আওয়ামী লীগের ওই সূত্র জানায়, শনিবার বিকেলে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওই সমাবেশ হবে। সেখানে আবার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হবে।

৭ জানুয়ারি নির্বাচনে জয় পেয়ে টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। নির্বাচনের পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আওয়ামী লীগ।

নির্বাচনে বিজয়ের পর সেটিই ছিল প্রথম প্রকাশ্য সমাবেশ। এরপর ২৭ জানুয়ারির সমাবেশের ঘোষণা এল।

অন্যদিকে বিএনপি এর আগে গত রোববার পরপর দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির ঘোষণা দেয়। সে অনুযায়ী দলটি আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) জেলায় জেলায় ও পরদিন শনিবার (২৭ জানুয়ারি) মহানগরগুলোয় ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি পালন করবে। রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলোও ওই দিন একই কর্মসূচি পালন করবে।

 

Check Also

মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x