Friday , 3 May 2024
শিরোনাম

আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে খেলাফত আন্দোলন

আগামী সাংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে খেলাফত আন্দোলন নামের রাজনৈতিক দলটি।
শনিবার ( ১ অক্টোবর) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে উমূমী সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় প্রধাণ আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের জেলা আমির, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে খেলাফত আন্দোলনের পক্ষে বটগাছ প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করতে উচ্ছুক এমন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে ।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মুফতি সুলতান মহীউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, এড. মো: লিটন চৌধুরী, মাওলানা সানাউল্লাহ , মাওলানা ফিরোজ আশরাফি, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগন্জী, মাওলানা জুনায়েদ হবিগন্জ, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, বীর মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক প্রমুখ।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে বটগাছ প্রতিক নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ১৯৮১ সালের ২৯ নভেম্বর খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আগামী সাংসদ নির্বাচনেও আমরা অংশগ্রহণ করবো। আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x