Saturday , 27 April 2024
শিরোনাম

এবার নতুন কোনো দল এশিয়া কাপ জিতুক: সাকিব

এশিয়ার তিন পরাশক্তিই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলংকা ৫ ও পাকিস্তান দুবার অর্জন করেছে এশিয়ার শ্রেষ্ঠত্ব। তবে তিনবার ফাইনাল খেললেও কোনোবার শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়নের আশা অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের এক অনুষ্ঠানে এশিয়া কাপ নিয়ে কথা বলার সময় এই আশা প্রকাশ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘আমরা ফাইনালে খেললে প্রতিপক্ষ হিসেবে যেকোনো দলকে পছন্দ করব। এখানে যেকোনো দলই হতে পারে। আশা করছি, এবার নতুন কোন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই শিরোপা জিতেছে। এবার নতুন কোনো দল শিরোপা জিতুক।’

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পহেলা সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

নিজেদের প্রস্তুতি নিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টাই করছি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাটে কখন কী হয়, তা তো বলা যায় না। সবসময়ই উত্তেজনা থাকে। আর টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে মোমেন্টাম পেলে, পরবর্তীতে সবই ইতিবাচক হবে।’

দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এর আগে কেরালা কিংসের হয়ে খেলেছেন । এবার বাংলা টাইগার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাওয়ার সঙ্গে-সঙ্গে লুফে নেন।

তিনি বলেন, ‘টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। এবার টি-টেন লিগে বাংলা টাইগার্সের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত-আনন্দিত। প্রস্তাব পেয়ে না করিনি। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে। আমাদের দলটি খুবই ভালো। প্রথম আসর থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, এবার আরও ভালো একটা অভিজ্ঞতা হবে।’

Check Also

গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা আর নেই!!!

রিপোর্ট : প্রমিত পাল, সিটি রিপোর্টার গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বর্তমান মহিলা ভাইস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x