Sunday , 28 April 2024
শিরোনাম

‘এমভি আবদুল্লায় রক্তক্ষয়ী কোনো অভিযান নয়, শান্তিপূর্ণ আলোচনা চলছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে কোনো ধরনের রক্তক্ষয়ী অভিযান নয়, শান্তিপূর্ণ আলোচনা চলছে।

চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে শনিবার (২৩ মার্চ) চট্টগ্রাম জেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সোমালিয়ায় জিম্মিদশায় আটকে থাকা এমভি আবদুল্লাহ কেবল একটি জাহাজ নয়, এতে কোটি টাকার মূল্যবান কয়লাও রয়েছে। এসব কয়লা দাহ্য পদার্থ হওয়ায় যেকোনো সময় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

জাহাজে ২৩ জন নানা স্তরের কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের রক্ষা করাটা সবচেয়ে জরুরি। আর তাই শান্তিপূর্ণভাবে এগোনোর কোনো বিকল্প নেই। খুব দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনা যাবে বলেও জানান মন্ত্রী।

এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান, শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

Check Also

মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে মানিকগঞ্জের শাকিল

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x