Sunday , 28 April 2024
শিরোনাম

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভেঙে পড়া স্টিল প্রাণ কাড়ল হকারের

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের একটি স্টিলের টুকরা ওপর থেকে পড়ে এক হকার নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মগবাজার দিলু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, নিহত মতিউর রহমান (৫০) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা।

মতিউরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিতিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আওলাদ হোসেন বলেন, ‘মতিউর গামছা, তোয়ালেসহ বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন। দিলু রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে একটি স্টিলের টুকরা পড়ে।’

এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএমএস আকতারকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

গত বছরের মে মাসে মহাখালীতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যাওয়া রডের আঘাতে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় অবহেলার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এভিনিউ এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৩ প্রকল্পের একটি গার্ডার একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়লে পাঁচজন নিহত হন।

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x