Sunday , 28 April 2024
শিরোনাম

কুমিল্লাকে হারিয়ে দুর্দান্ত শুরু ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে জয় দিয়ে শুরু করলো দুরন্ত ঢাকা। আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৫ উইকেটের বড় জয় পেয়েছে মোসাদ্দেক হোসেনের দল।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে কুমিল্লা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে দুর্দান্ত ঢাকা।

১৮.২ ওভারে ১৩০/১ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস শেষ করে ১৪৩/৬’তে। দুর্দান্ত ঢাকার দুই পেসার তাসকিন-শরিফুল যেন শেষ বিকালে আগুন ঝরালেন। ১৯তম ওভারে এসে তাসকিন পান জোড়া উইকেটের দেখা। ইনিংসে শেষ ওভারের শেষ ৩ বলে শরিফুল ইসলাম নেন ৩ উইকেট! এটিই এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিক। আর পুরো বিপিএল ক্যারিয়ারের হিসাবে সপ্তম, বাংলাদেশের বোলারদের মধ্যে ৪র্থ।

এর আগে ইমরুল কায়েস আর তাওহীদ হৃদয়ের শতরান ছাড়ানো জুটিতে স্বস্তি পায় কুমিল্লা। তবুও তারা প্রতিপক্ষকে দিতে পারেনি বড় লক্ষ্য। টস হেরে ব্যাটিং পেয়ে এদিন অধিনায়ক লিটন দাসকে শুরুতেই হারায় কুমিল্লা। এরপর ইমরুল-হৃদয় ১০৭ রানের জুটি গড়েন।

এদিকে ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই দুর্দান্ত ঢাকার স্কোরবোর্ডে ৫৬ রান। এরমধ্যে মোহাম্মদ নাইম শেখেরই ৪০ রান। ২৩ বলে সমান ৩ চার ও ছক্কায় পাওয়ার প্লে রাঙান ওপেনার নাইম। দারুণ সব স্ট্রোক্সে ফিফটিতে পৌঁছান ৩৮ বলে। গুনাথিলাকা ও নাইমের ওপেনিং জুটির রান যখন ১০১, কুমিল্লাকে ব্রেকথ্রু এনে দেন স্পিনার তানভীর ইসলাম। ৫২ রানে প্যাভিলিয়নে ফেরত যান নাইম।

ওভারের শেষ বলে তানভীরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন গুনাথিলাকা। আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ৩৯ রানে থাকা গুনাথিলাকা।

এ যাত্রায় গুনাথিলাকা বেঁচে গেলেও তানভীর ইসলাম পরের ওভারে এসে ঠিকই ফিরিয়ে দেন গুনাথিলাকাকে। ৪২ বলে এই লঙ্কান ব্যাটার খেলেন ৪১ রানের ইনিংস।

পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় দুর্দান্ত ঢাকা। মুস্তাফিজুর রহমান প্রথম উইকেটের দেখা পান উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে। অনেকটা দৌড়ে ক্রিজে গিয়ে লাথিস ক্রসপুলের হাওয়ায় ভাসিয়ে দেওয়া বল লুফে নেন লিটন। ফেরার আগে ৮ বল খেলে করেন পাঁচ রান।

 

Check Also

বিশ্ব রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব

এতদিন শাহরুখ খান আর প্রীতি জিনতার জন্য ‘বীর-জারার’ লড়াই বলেই পরিচিত ছিল ম্যাচ। এবার ইতিহাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x