ঢাকা , সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে অটো রিক্সার বেপরোয়া চলাচল ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বাকিলা: রাধাসার–বোরখাল ভোটারদের নিয়ে জোটবদ্ধ মিছিল ও পথসভা ফরিদগঞ্জ বিভিন্ন ইউনিয়নে চিংড়ি প্রতীকের অফিস উদ্বোধন ও লিফলেট বিতরণ চাঁদপুর সদর হানারচর ও চান্দ্রা ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ এর উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন নির্বাচনি প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না: ইসি একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান

কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা

সাংবাদিক

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে হাসান (৩৮) নামের ওই যুবকের ওপর এ হামলা চালায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঠিকাদারি পেশায় নিয়োজিত হাসান বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত হাসানের বাবা লোকমান হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে জনির বাবা জাহিদের সঙ্গে হাসানের হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করলেও পরে অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়।

হামলার পর পুলিশের দেরিতে পৌঁছানো নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা জানান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও পুলিশ আসে কয়েক ঘণ্টা পর।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী রাজন ও জনির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। জনির বাবাও একটি সন্ত্রাসী মামলায় আগেই আটক হয়েছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আহত হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১১৬০ Time View

কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা

আপডেটের সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে হাসান (৩৮) নামের ওই যুবকের ওপর এ হামলা চালায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঠিকাদারি পেশায় নিয়োজিত হাসান বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত হাসানের বাবা লোকমান হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে জনির বাবা জাহিদের সঙ্গে হাসানের হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করলেও পরে অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়।

হামলার পর পুলিশের দেরিতে পৌঁছানো নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা জানান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও পুলিশ আসে কয়েক ঘণ্টা পর।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী রাজন ও জনির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। জনির বাবাও একটি সন্ত্রাসী মামলায় আগেই আটক হয়েছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আহত হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।