ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজস্থলীর ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদার দাবিতে স্কুলের কাজ বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁতপেতে আছে : তারেক রহমান ১০২ এসি ল্যান্ডকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ মমিনুল ইসলাম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু ৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, সাংবিধানিক স্বীকৃতি নয় তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক আপিলে খালাস

কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা

সাংবাদিক

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে হাসান (৩৮) নামের ওই যুবকের ওপর এ হামলা চালায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঠিকাদারি পেশায় নিয়োজিত হাসান বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত হাসানের বাবা লোকমান হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে জনির বাবা জাহিদের সঙ্গে হাসানের হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করলেও পরে অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়।

হামলার পর পুলিশের দেরিতে পৌঁছানো নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা জানান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও পুলিশ আসে কয়েক ঘণ্টা পর।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী রাজন ও জনির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। জনির বাবাও একটি সন্ত্রাসী মামলায় আগেই আটক হয়েছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আহত হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
৬৬০ Time View

কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা

আপডেটের সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে হাসান (৩৮) নামের ওই যুবকের ওপর এ হামলা চালায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঠিকাদারি পেশায় নিয়োজিত হাসান বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত হাসানের বাবা লোকমান হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে জনির বাবা জাহিদের সঙ্গে হাসানের হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করলেও পরে অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়।

হামলার পর পুলিশের দেরিতে পৌঁছানো নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা জানান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও পুলিশ আসে কয়েক ঘণ্টা পর।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী রাজন ও জনির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। জনির বাবাও একটি সন্ত্রাসী মামলায় আগেই আটক হয়েছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আহত হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।