Sunday , 5 May 2024
শিরোনাম

গড়াইছড়ি আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে আটক করেছে অবৈধ কাঠ

বিএম.বাশারঃ খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন অভিযান পরিচালনা করে তিন্দুকছড়ি এলাকা থেকে প্রায় ৪৫০ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে গড়াইছড়ি আর্মি ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে ১১মে বৃহস্পতিবার রাত ১০টার সময় গড়াইছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিফাতুল হক শিফাত এর নেতৃত্বে তিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে সেগুন ও গামারি ৩১১ টুকরা অবৈধ কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের পরিমাণ প্রায় ৪৫০ সিএফটি, যার আনুমানিক বাজার মূল্য ৬.৭৫০০০ টাকা। আটককৃত কাঠের মালিকের নাম জানা যায়নি।

ক্যাম্প কমান্ডার বলেন, জব্দকৃত অবৈধ কাঠ গুলো লক্ষীছড়ি বন কর্মকর্তা মোজাম্মেল হক ভুঁইয়া এর নিকট হস্তান্তর করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Check Also

মেধাবী শিশুদেরকে পুরষ্কৃত করেছে বিডি চাইল্ড ট্যালেন্ট

৭৬ জন প্রতিভাবান শিশুশিল্পীকে পুরষ্কার প্রদান করেছে সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট। শনিবার বিকেলে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x