Thursday , 2 May 2024
শিরোনাম

গৃহকর্মী নিয়োগে নতুন ৩ প্যাকেজ আমিরাতে

আমিরাতে গৃহকর্মী নিয়োগদাতাদের জন্য সুখবর। এখ তিনটি নতুন প্যাকেজে গৃহকর্মী নিয়োগ দেয়া যাবে। দেশটির মানবসম্পদ এবং আমিরাত মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এজেন্সি থেকে গৃহকর্মী নিয়োগ দেয়ার জন্য তিনটি প্যাকেজ রয়েছে। পরিবারগুলো ইচ্ছামত গৃহকর্মী নিয়োগ দিতে পারবে।

গৃহকর্মীদের জন্য নির্ধারিত মূল্য ঠিক করা হয়েছে। এছাড়া গৃহকর্মী নিয়োগ দেয়ার ব্যাপারে পরিবারগুলোকে বেসরকারি এজেন্সির সাথে কঠোরভাবে ডিল করতে বলা হয়েছে।

আরও বলা হয়, এজেন্সিগুলো কড়া নজরদারির মধ্যে রয়েছে। যাতে ঠিকভাবে এই প্যাকেজগুলোর দাম এবং পরিবারের চাহিদার দিকে লক্ষ রাখা হয়।

বর্তমানে ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কেনিয়া, ইথিওপিয়া, উগান্ডা, নেপালের গৃহকর্মী সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে। এসব দেশের সাথে চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করে জাতীয় বৈচিত্র আনতে সহযোগিতার স্মারক স্বাক্ষরের চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি লাইসেন্স গ্রহণের মাধ্যমে প্রাইভেট এজেন্সিগুলোকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়।

মন্ত্রী বলেন, এটি নিয়োগকর্তা এবং শ্রমিকের অধিকার সংরক্ষণ করবে এবং তাদের মাঝে একটি চুক্তভিত্তিক সুসম্পর্ক বজায় রাখবে।

প্যাকেজ তিনটি হলঃ

১. ট্রাডিশনাল প্যাকেজঃ

এখানে নিয়োগকর্তারা লাইভ কন্ট্রাক্ট স্পনসরশিপের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিতে পারবেন। যা দুবছর পর পর নবায়ন করতে হবে। এই প্যাকেজটিতে নিম্নোক্ত শর্তের ভিত্তিতে নিয়োগকর্তা শ্রমিক পরিবর্তন বা নিয়োগ খরচ দাবি করতে পারবেন।

শর্তগুলো হলঃ
-শ্রমিক যদি কোন কারণ ছাড়াই চুক্তি শেষ করে।
-শ্রমিক যদি গ্রহণযোগ্য কোন কারন ছাড়া চুক্তি শেষ করে।
-শ্রমিক যদি মেডিক্যালি ফিট না থাকে।
-শ্রমিক যদি নির্ধারিত কাজ করতে না পারে।প্রবেশন পিরিয়ডের পর নিম্নোক্ত শর্তে পরিবারগুলো নিয়োগ খরচ দাবি করতে পারবেন।

শর্তগুলো হলঃ
-কোন বৈধ কারন ছাড়াই কর্মী চুক্তি বাতিল করলে।
-গ্রহণযোগ্য কারন ছাড়া চুক্তি ত্যাগ করলে।

২.অস্থায়ী প্যাকেজঃ

অনুরোধের ভিত্তিতে নিয়োগ অফিস ২৪ ঘন্টার মধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ শ্রমিককে পাঠাবে। এ প্যাকেজে কর্মী দুবছর পর নবায়নযোগ্য শর্তে অফিসের স্পনসরশিপ থাকবে এবং কর্মী পরিবারের স্পনসরশিপের যেতে পারবে না।

৩.ফ্লেক্সিবল প্যাকেজঃ

এ প্যাকেজের আওতায় কর্মী অফিসের স্পনসরশিপের থাকবে। এরপর অনুরোধের ভিত্তিতে ঘন্টা-দৈনিক-মাসিক-সাপ্তাহিক সেবা দেওয়া হবে। সে অনুযায়ী পেমেন্ট নেওয়া হবে।

পলাতক গৃহকর্মীর বিরুদ্ধে কিভাবে অভিযোগ করবেন?

এক্ষেত্রে গুগল প্লে বা এ্যাপল স্টোর থেকে স্মার্ট এ্যাপ্লিকেশন বা ওয়েবপেজ (www.mohre.gov.ae) বা কল সেন্টার ৮০০৬০ তে অভিযোগ করতে পারেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মীর ওয়ার্কিং রেসিডেন্সি পারমিট বাতিল করা হবে।

স্মার্ট এ্যাপ্লিকেশন এ নিচের পদ্ধতিগুলো অনুসরন করতে হবেঃ
১.আমিরাত আইডি এবং জন্ম তারিখ দিতে হবে
২. ছবিতে প্রদর্শিত ভেরিফিকেশন কোড দিতে হবে।
৩.এরপর প্রয়োজনীয় তথ্য এবং ফি প্রদান করতে হবে।
৪.এরপর অনুরোধটি কতৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পেমেন্টের রিসিপ্টসহ একটি ইমেইল নিয়োগকর্তার কাছে পাঠানো হবে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x