Friday , 26 April 2024
শিরোনাম

চাঁদপুরে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে ১৩ অক্টোবর

চাঁদপুরে আসছে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার বিতার্কিক ।‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপি ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব।

আগামি ১৩ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বিতার্কিকদের সাথে শিক্ষকসহ সবমিলিয়ে প্রায় সড়ে ৭ হাজার লোকের সমাগম হবে।

এ উৎসবটি সফল করার লক্ষ্যে ১০ অক্টোবর সোমবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.অসিত বরণ দাশ।

উৎসব সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।

তিনি বলেন, ‘দেশ বরেণ্য গুণী ব্যক্তিবর্গ আয়োজনে অতিথি হিসেবে আসবেন। এত বড় একটি আয়োজন সফল করার জন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আয়োজন চাঁদপুর শহরে হলেও আমরা চাই এ উৎসবে নতুন একটা মাত্রা যোগ হবে।’

সাব্বির বলেন, ‘সারাদেশ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অনেক গুনি ব্যাক্তি উৎসবকে কেন্দ্র করে চাঁদপুরে আসবেন। এতে আমাদের জেলার ব্র্যন্ডিংও হবে। এ ক্ষেত্রে আগতদেরকে আমাদের সকলের অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কারণ আগত অতিথি ও অংশগ্রহণকারী বিতার্কিকরা বিভিন্নভাবে ‘ইলিশের বাড়ী চাঁদপুর’কে তুলে ধরবে। একই সাথে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজও পরিচিতি পাবে। এছাড়াও এই উৎসবে আমরা দুইজন গুনী ব্যাক্তিকে আজীবন সম্মাননা প্রদান করব।’

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.অসিত বরণ দাশ বলেন,‘এ বিতর্ক উৎসবের আয়োজক সিডিএম চাঁদপুর সরকারি কলেজেরই একটি সংগঠন। আয়োজন হচ্ছে এই কলেজে। যে কারণে আমাদের বড় ধরণের অংশগ্রহণ রয়েছে। জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমের সহযোগিতায় আমাদের দীর্ঘ পথ চলা। চাঁদপুরকে এগিয়ে নিতে আমরা সকলে অবশ্যই একসঙ্গে কাজ করব।’

আয়োজনকে সফল করার বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি গিয়াস উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,সাবেক সভাপতি কাজী শাহাদাত,সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা,সোহেল রুশদী,এএইচ এম আহসান উল্লাহ।

সাংবাদিক নেতারা বলেন,‘ চাঁদপুর সদর আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র পিতা মরহুম ভাষাবীর এম এ ওয়াদুদ একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন। তিনি কতটা গুরুত্বূর্ণ,সৎ ও মহান ব্যাক্তি যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বইতে লিখেছেন। তিনি চাঁদপুরের কৃতি সন্তান। যে কারণে আমাদের কাছে এ বিতর্ক উৎসব আরো গুরুত্ব বহন করে।’

সংবাদ সম্মেলনে জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x