Thursday , 9 May 2024
শিরোনাম

জবিতে ক্নিন ক্যাম্পাস ক্যাম্পেইন,যদিও নেই ডাস্টবিন সুবিধা

জবি প্রতিনিধি

পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি, জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শাখার উদ্যোগে ক্নিন ক্যাম্পাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তাদের এই ক্যাম্পেইন যথাক্রমে ৭,৮ ও ১৯ সেপ্টেম্বর চলবে বলে জানানো হয়েছে। আজ সকাল ১১টা থেকেই এই ক্যাম্পেইন শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে সফল হয় আজকের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পাস সুন্দর ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয় আয়োজক কমিটির।
সাধারণ শিক্ষার্থীরা মনে করে এই ধরনের ক্যাম্পেইন সকলকে আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে উদ্বুদ্ধ করবে।

যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা রয়েছে। নেই পর্যাপ্ত ডাস্টবিন সুবিধা। জবি ক্যাফেটেরিয়াতেও একই অবস্থা দেখা যায়। সেখানেও ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। যেখানে সেখানে দেখা যায় টিসু পেপার।
সকলের প্রত্যাশা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্যাম্পাসে ডাস্টবিনের ব্যবস্থা করবে।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x