Friday , 26 April 2024
শিরোনাম

জামিন পেলেন শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি

১৮দিন কারাবরণ শেষে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ।
রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের হালুয়ারগাওঁ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলে তার হাজারো কর্মী সমর্থকরা মোটর সাইকেল শো-ডাউন করে তাকে জেলা শহরে নিয়ে আসেন। উল্লেখ্য তিনি গত ১৬ই আগষ্ট শহরের হাছন নগরস্থ নিজ বাসা থেকে চাদাবাজি ও অপহরণ মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কারা মুক্তিতে এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. আবু হানিফ,পৌর শ্রমিকলীগের সভাপতি মো. সালেক মিয়া,সাধারন সম্পাদক তৈয়বুর রহমান রাজ প্রমুখ।
কারামুক্তিপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ গণমাধ্যমকর্মীদের বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংস্রার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। তিনি বলেন সত্যর জয় প্রতিষ্ঠা করতে এবং জনগনের দাবী আদায়ে পূর্বের মতো আগামীতে ও রাজপথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x