“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
গত ৫ আগষ্ট ২০২৫ তারিখ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আইডিয়াল কলেজ ধানমন্ডিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অত্র কলেজের শিক্ষার্থী শহিদ খালিদ হাসান সাইফুল্লাহর মাতা’কে সম্মাননা দেয়া হয়। এছাড়াও জুলাই অভ্যূত্থানের দেয়াল চিত্রের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরন করেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বক্তব্য প্রদান করেন। পরিশেষে সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


















