জুলাই বিপ্লব পরিষদের তোমার চোখে জুলাই
জুলাই অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে জুলাই বিপ্লব পরিষদ কর্তৃক এক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।তোমার চোখে জুলাই নামকরন করা হয়। তোমার চোখে জুলাইয়ে তিন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক বিভাগে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। খ বিভাগে নবম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত। গ বিভাগে একাদশ দ্বাদশ শ্রেণী অংশগ্রহণ করে এবং এই শ্রেণীর অন্তর্ভুক্ত মাদ্রাসা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত সকল স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তোমার চোখে জুলাইয়ে। ক বিভাগ থেকে প্রথম হয় মাদ্রাসা শিক্ষার্থী মো: জিহাদুল ইসলাম জিহাদ।
খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেন এ. কে স্কুল এন্ড কলেজর আবদুর রহমান সিয়াম। গ বিভাগ হতে প্রথম স্থান অর্জন করেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সিলভিয়া আলমগীর এশা। তাদের জন্য প্রথম পুরস্কার হিসেবে ছিল তিনটি আকর্ষণীয় ল্যাপটপ। সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সিলভিয়া আলমগীর এশা এর সাথে তার প্রথম হওয়ার অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে সিলভিয়া বলেন তিনি অনেকটাই অবাক হয়েছেন এবং তার প্রথম স্থান অর্জনে তিনি খুব খুশি। তার সাথে উপস্থিত ছিলেন তার মা, বাবা এবং তার ভাই। তারা সকলে সিলভিয়ার প্রথম স্থান অর্জনের খুশি। তার মা, বাবা তার সন্তানের এমন অর্জনে নিজেদেরকে গর্বিত অনুভব করেছেন। তারা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুলাই বিপ্লব পরিষদের প্রতি।