Sunday , 5 May 2024
শিরোনাম

জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন জুঁইকে রাণীশংকৈল মেয়র আর্থিক সহযোগিতা দিলেন।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।-আনোয়ারুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আকতার এ বছর শীতকালীন মাধ্যমিক পর্যায়ে আন্তস্কুল মেয়েদের বাইসাইক্লিং প্রতিযোগিতায় গত ৩ মার্চ তারিখে জেলা চ্যাম্পিয়ন হন। জুঁই উপজেলার বাডডাঙ্গী গ্রামের জবিবর রহমানে মেয়ে।
জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন হবার পর জুঁই
গত ১১ মার্চ রংপুর বিভাগীয় পর্যায়ে বাইসাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু তার সাইকেলটি একটি সাধারণ মানের (হিরো রয়েল) হওয়ায় তিনি প্রবল প্রতিদ্বন্দ্বিতা করেও
শেষ পর্যায়ে সাফল্যের মুখ দেখতে পারেন নি। অপরদিকে অন্য প্রতিযোগিদের বাইসাইকেলগুলো দামি উন্নতমানের ছিল। আজ মঙ্গলবার ১১ অক্টোবর দুপুরে রাণীশংকৈল পৌর মেয়রের কার্যালয়ে এসে জুঁই
তার প্রতিযোগিতার বিষয়ে এসব কথা বলেন।
মেয়র মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে
জুঁইকে ১৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেন। এসময় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর
প্যানেল মেয়র মতিউর রহমান, কাউন্সিলর জুয়েল রানাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মেযর বলেন, বিভাগীয় পর্যায়ে সাইক্লিং প্রতিযোগিতায় একটি ভালোমানের সাইকেল না থাকার কারণে জেলা চ্যাম্পিয়ন জুঁই তার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেনি ব্যাপারটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন আমার এ সামান্য সহযোগিতা যদি তার কাজে লাগে, আমিও গর্বিত হবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন বিষয়টি আমি জেনেছি। আমার পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x