Wednesday , 1 May 2024
শিরোনাম

ডামুড্যাতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এতে অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, মাননীয়
প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে-নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনোয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও শিক্ষা সহায়তা।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ১০টি গ্রুপে ভাগ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সমস্যা এবং এ থেকে উত্তরনের উপায় সমূহ প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উল্লেখিত বিষয়ে কর্মশালার আলোচনা সভায় বক্তব্য দেন- ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন , ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান ,ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর আক্তার, ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি , সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান,উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসার আহসানুল হক,উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজোয়ানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম ,মাহবুবর রহমান পলাশ,এনজিও ডামুড্যা,পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল , সাধারন সম্পাদক মোঃ নান্নু মৃধা প্রমুখ।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x