Monday , 6 May 2024
শিরোনাম

ডামুড্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম সোহেল,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।

এরপর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডামুড্যা থানা, ডামুড্যা পৌরসাভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ,ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ,ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ, উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান ,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধাগন,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ প্রমূখ ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x