Sunday , 28 April 2024
শিরোনাম

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন করা হয়েছে । নতুন বছরকে স্বাগত জানাতে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদ মোল্যা, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক মো: নান্নু মৃধাসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দলীয় রাজনৈতীক ব্যাক্তি সহ বিভিন্ন পেশার মানুষ।

Check Also

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x