Sunday , 28 April 2024
শিরোনাম

ঢাকায় চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল জনি খাঁনকে হাসপাতালে দেখতে গেলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন: চট্টগ্রামের লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে কব্জি হারানো পুলিশ কনস্টেবল জনি খাঁনকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আজ (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ আল-মানার হাসপাতালে দেখতে গিয়ে জনির চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের জনির চিকিৎসার বিষয়ে আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
এ ব্যাপারে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যের কব্জি হারানোর বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি পুলিশের আইজিপি ও তড়িৎ গতিতে হাত জোড়া লাগানো চিকিৎসকও দেশের মানুষের প্রশংসায় ভাসছেন। এজন্য ওই চিকিৎসককে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, দ্রুত হাত জোড়া লাগানোর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতাকে আরেকবার প্রমাণ করেছে চিকিৎসকরা। এ ঘটনায় জড়িত ব্যক্তি শীঘ্রই আইনের আওতায় আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এই বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। উল্লেখ্য, বিগত ১৫ মে লোহাগাড়ার পদুয়া লালারখীল এলাকায় আসামী ধরতে গিয়ে আসামীর দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় জনি খাঁনের। পরে ঢাকায় টানা ১০ঘন্টা অপারেশন শেষে তার হাতের কব্জি জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসক।

Check Also

ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ।   ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x