Wednesday , 8 May 2024
শিরোনাম

ত্রিশালে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নজরুল একাডেমী মাঠে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়েছে।পরে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয় র‌্যালি, বীরমুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গনের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিমনার (ভূমি)হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন।কুচকাওয়াজের সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা।
এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম মোমেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাহিদ খাঁন ভোলা,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অন্যতম সদস্য,ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হেকিম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হরমুজ আলী,সাইফুল ইসলাম।

Check Also

প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x