Sunday , 5 May 2024
শিরোনাম

দেশে রিজার্ভ কমে ৩৫.৯৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

এর আগের দিন রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার। গত বছরের ১৯ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

জানা গেছে, ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বাজারে ডলার ছাড়ছে এবং এতে রিজার্ভ কমে আসছে। কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে রেকর্ড ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার ছাড়ে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলারের বেশি বাজারে ছাড়া হয়েছে।

এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়েছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

দেশে চলতি বছর রপ্তানি আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে যার মূল্যমান ৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি দেশে রেমিট্যান্স কমেছে এবং এতে রিজার্ভের ওপর চাপ পড়ছে।

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x