Monday , 6 May 2024
শিরোনাম

নবীনগরে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কৃষি জমি নষ্ট করে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে দুটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার(৫ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন দুটি জব্দ করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

জানা যায়, নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি চক্র।

একদল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন ভ্রাম্যমাণ আদালতে অভিযান করতে গেলে ড্রেজার মালিকদের না পেয়ে সরঞ্জামাদি সহ ড্রেজার মেশিন দুটি জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, মোবাইল কোর্টের অভিযান বুঝতে পেরে ড্রেজার মালিকেরা পালিয়ে যায়। তখন সকল মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মেশিন ও সকল পাইপ অকেজো করে নবীনগর থানার জিম্মায় রাখা হয়।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x